১.প্রেমে পড়লে মেয়রা চঞ্চল
হয়ে যায়।
২.ভেতরে ভেতরে সারাক্ষন
ছটফট করে।
৩.রাতের বেলায় ঠিক মত
ঘুমাতে পারে না।
৪. চুপচাপ শুধু ভাবে আর ঘন ঘন
দীর্ঘ শ্বাস ফেলে।
৫.রাতারাতি চেহারা পোশাক
আচার আচারন সহ সব কিছুই
বদলে যায়।
৬. কেউ কেউ কবি হয়ে উঠে
নিজের
প্রেমিকের সাথে কথা বলার
জন্যে মনের মধ্যে শুন্যতা বিরাজ
করে।
৭.আবার কেউ কেউ ব্যাতিক্রমও
আছে।
৮.প্রেমে পড়লে মেয়েরাও একই
রকম হয় তবে ছেলেরা প্রেমে
পড়ার সময়কার কথা সহজেই অন্য
কাউকে বলে ফেলে, কিন্তু
মেয়েরা সহজেই বলেনা।এমনকি
তার বান্ধবীদেরকেও বলতে
চায়না।
৯.তবে সব মেয়ে এক রকম হয়না।
১০.প্রেমে পড়ার সময় এক
একজনের আচার-আচারন এক এক
রকমের হয়।
১১.কোন কোন মেয়ে ছেলেকে
দেখে লজ্জায় লুকাতে চেস্টা
করে। কেউ একটু বেশি সাজগোজ
করে তার ভালবাসার মানুষটির
সামনে নিজেকে উপস্থাপন করে।
কেউ বার বার তাকানোর ইচ্ছা
করে।
১২.ছেলাটার কোন বোকামি বা
পাগলামীর কথা চিন্তা করে
মেয়েরা একা একাই হাসতে
থাকে।
১৩.মেয়েরা ছেলেদের বোকামি
দেখে ইনজয় করে।
১৪. এই সময় মেয়েরা ছোট ছোট
ছেলে মেয়েকে একটু বেশি আদর
করে। তাদের ধরে চুমু খায়। কেউ
কেউ নিজের কাজের ব্যাপারে
যত্নবান হয়। আবার কেউ কেউ
উদাসিন হয়ে যায়। আসলে
মেয়েদের মন বোঝা বড় কঠিন।
১৫.প্রেম হবার আগেই যদি
জানাজানি হয়ে যায় তবে প্রেম
হবার সম্ভাবনা থাকে না। কারন
পরিবেশ পরিস্তিথি তখন
আপনার বৈরি হয়ে যায়।
Comments