১) আজকে ভবিষ্যৎ দেখুনঃ
ভবিষ্যৎ দেখার ক্ষমতা সবার থাকে না। কিন্তু যদি আপনি আপনার কাজের ভবিষ্যৎ আজকে দেখতে পান এবং সেইভাবে আগাতে পারেন তাহলে আপনি সফল নিচ্চিত বলা যায়।
২) পজিটিভ হয়ে উঠুনঃ
অন্যান্য আর ১০ টা যুবকের মতো স্টিভ জবসও কৈশোরে বখাটে ছেলেদের সংঘ ছাড়তে পারেন নি। কিন্তু ঠিকই বুঝতে শেখার সাথে সাথে তিনি সেগুলো অতিক্রম করে নেন। আর বিশ্বের সব থেকে লেটেস্ট জিনিস তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হন। যেটা তাঁকে কয়েক ধাপ এগিয়ে দেয়। সেহেতু আপনাকে নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে পজিটিভ চিন্তা করতেই হবে, সুন্দর ভবিষ্যতের জন্য।
৩) ব্যর্থতা মানে পথের শেষ নয় শুরুঃ
ব্যর্থতা মানে পথের শেষ নয়, পথের শুরু মাত্র। আপনি সফল হবেন কিন্তু ব্যর্থতা মেনে নিবেন না তাহলে আপনার দ্বারা সফলতাও সম্ভব নয়। আপনাকে ব্যর্থ হয়েও নতুন করে শুরু করতে হবে। সেহতু ব্যর্থতাঁকে আলিঙ্গন করতে শিখুন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান।
৪) ভ্রমন করুনঃ
একজনের চিন্তা শক্তির বিকাশে এবং সঠিক উদ্দেশ্য খুজে পেতে আপনার ভ্রমন করা উচিত। যেটা একজন উদ্যোক্তার খুব বেশি প্রয়োজন।
ভ্রমণ করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। আপনি আপনার পার্শ্ববর্তী দেশ বা শহর ভ্রমণ করতে পারেন যা আপনার চিন্তা শক্তি বাড়াতে এবং ভবিষ্যৎ দেখতে খুব সহযোগিতা করবে।
৫) বাঁধা যে সুযোগ সেটা বুঝতে শিখুনঃ
সফলতার পথে বাঁধা আসবেই কিন্তু সেটা যে আপনাকে আরও বেশি সুযোগ দিতে পারে সেটা বুঝতে হবে। কিন্তু আশীর্বাদ হিসেবে নিতে হবে সকল বাধাকে ।
৬) সফল মানুষদের সাথে থাকুনঃ
আপনার চারপাশ যদি সফল মানুষের আনাগুনা বেশি থাকে তাহলে আপনি ভবিষ্যৎ দেখতে সুবিধা পাবেন আর অনেক বেশি আত্ম প্রত্যয়ী এবং কৌশলী হবেন। সেহেতু সফল মানুষদের সাথে থাকুন যতো পারবেন।সফল মানুষদের সাথে থাকুন ।
৭) মনে রাখবেন আপনি খুব দ্রুত মারা যাবেনঃ
আমরা মানুষ হিসেবে সারা জীবন বেঁচে থাকবো না এটা স্বাভাবিক। সেহেতু আপনি যদি কিছু করতে চান তাহলে সেটা এখনি এবং এই সময়ই করতে হবে, না হলে হয়তো আপনি সেটা করার আদৌ সময় পাবেন না।
আপনার যখনি হতাশা বা পীড়া আসবে তখনই ভাববেন। যেটা আপনাকে এগিয়ে নিতে সুবিধা দিবে।
৮) অন্যের কাছ থেকে শিখতে লজ্জা পাবেন নাঃ
আপনি সফল হতে শেখার শেষ নেই। আপনি অন্যের কাছ থেকে যত পারেন নতুন কিছু ধারণা শিখতে থাকুন, তাহলে আপনাকেও সেটা সফল হতে সাহায্য করবে।
এটা আপানাকে আপনার কাজে সফল হতে সহযোগিতা করবে। আর আপনি বিভিন্ন প্রডাক্টিভ চিন্তাও করতে পারবেন।
Comments